এগিয়ে থাকে..এগিয়ে রাখে এই স্লোগানে আধার পেরিয়ে কালবেলা পত্রিকাটি আজ চাঁদপুরে ২য় বর্ষপূর্তি পালিত হবে।
এগিয়ে থাকে…এগিয়ে রাখে এই স্লোগানে আধার পেরিয়ে কালবেলা পত্রিকাটি মাত্র দুই বছরে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে।
বিশেষ করে পত্রিকার ছাপা কাগজের পাশাপাশি এর মাল্টিমিডিয়ার ভিডিও রিপোর্ট পাঠকের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে।
সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ভিজিট করুন দৈনিক বাংলার অধিকার,কম/ Google search : www.dainikbanglarodhikar.com
এই পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌশুলী এবং বিশেষ করে আমি অমরেশ দত্ত জয় যখন থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছি।
তখন থেকেই অত্যান্ত দক্ষতা ও মেধার পরিচয় দিয়ে..জেলার সাংবাদিক পেশার অনেক….বড় বড় রথি মহারথিদের পেছনে ফেলে…এই জেলার খবরের পেছনের খবর মানুষ দ্রুত কালবেলার মাধ্যমে জানতে পারে সেভাবেই রিপোর্টিং করেছি। আমি সবার কাছে আশির্বাদ প্রত্যাশা করছি।