ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৬, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও ইকো পাঠশালা এন্ড কলেজ জেলার সর্বোচ্চ পাশের হার অর্জন করে অসাধারণ সাফল্য দেখিয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির মোট পাশের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭১ শতাংশ। এই সাফল্যের ধারায় জিপিএ-৫ অর্জন করেছে ৫২ জন শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরিশ্রমের উজ্জ্বল প্রতিফলন।
ইকো কলেজের এই অসামান্য অর্জনের জন্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. সেলিমা আখতারকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইকো কলেজের চেয়ারম্যান এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, “ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিবছর যেমন চমৎকার ফলাফল করছে, তা আমাদের গর্বিত করে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সবাই একসাথে কাজ করব।”
ইকো পাঠশালা এন্ড কলেজের এই চমৎকার সাফল্যের পেছনে অধ্যক্ষ ড. সেলিমা আখতারের দূরদর্শী নেতৃত্ব এবং অঙ্গীকারমূলক ভূমিকা রয়েছে। তার দক্ষ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি বছরের পর বছর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
ইকো কলেজের চেয়ারম্যান এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের ভূয়সী প্রশংসা করে বলেন, “ড. সেলিমা আখতার একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তার অসাধারণ নেতৃত্ব ও শিক্ষা প্রদানের প্রতি অঙ্গীকার এই প্রতিষ্ঠানকে শীর্ষে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তার অবদান অপরিসীম।”
এই ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী একযোগে কাজ করছে, এবং এরই ফলস্বরূপ ইকো পাঠশালা এন্ড কলেজ আজ জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Don`t copy text!