ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৪, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) ২০২৪ ইংরেজী তারিখ রাত আনুমানিক ৩টা ৪০মিনিটের সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন গৌরি নগর এলাকা থেকে ১৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, সিলেট জেলার গৌরি নগর কোম্পানিগঞ্জ থানার গৌরি নগর গ্রামের মৃত নজীব আলীর পুত্র ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার পুত্র আলাই (৩৫), মৃত আতাউলের পুত্র মসাইদ (৪০), মোঃ তাজ উদ্দিন এর পুত্র মোঃ রায়হান আহমেদ (১৮), মৃত ইউসুফ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর 01716796398
তারিখ: ১৩ অক্টোবর ২০২৪ইংরেজী

Don`t copy text!