শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর)’ সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মুহা, বাহাউদ্দিন বাহারের ব্যবস্থাপনায় পুরানবাজার দাসপাড়া, পালপাড়া, ঘোষপাড়া, হরিসভা মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন নেতৃবৃন্দের
সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা, হাবিবুর রহমান বলেন, প্রতিটি পূজা ম-পে নিরাপত্তার সার্বক্ষণিক সহযোগিতায় আপনাদের পাশে থাকব। যদি কেউ কোন অরাজকতা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাঁয়তারা করেন তাহলে সাথে সাথে তাদের ধরে আমাদের খবর দিবেন নতুবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন।
তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত, যুগ্ম সম্পাদক তানজিল পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ আবু তালহা, সদর উপজেলা সহ-সভাপতি মুহা, সাইদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক হাফেজ মুহা নেয়ামত উল্লাহ ফরিদসহ ইসলামী যুব আন্দোলনে স্থানীয় নেতাকর্মীরা।