মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে সাভার পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও সাভার পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ এর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
গতকাল বিএনপি নেতা আশরাফুল ইসলাম আরিফের বিরুদ্ধে বাজে নিউজ ও মন্তব্য করার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা আশরাফুল ইসলাম আরিফ বলেন, আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমি একজন রাজনীতিবিদ । আমারে নামে অসত্য ও মানহানিকর বাজে নিউজ প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করি। আমি কোনো সময় কারো সঙ্গে অন্যায় করি নাই। একটি মহল গুজব ছড়িয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার কোনো বাহিনী থাকার প্রশ্নই আসে না। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বাজে নিউজ প্রকাশ করেছে, দলের নেতাদের সঙ্গে কথা বলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
তিনি আরও বলেন, একটি মহল গুজব ছড়িয়ে চাচ্ছে তারা আমাকে হেনস্থা করতে। তারা চাচ্ছে আমাকে সম্মানহানি করার অপপ্রচার চালাচ্ছে যাতে আমি কাউন্সিলর নির্বাচনে বিঘ্ন করতে পারে। অথচ আমি দলের দুঃসময়ে সব সময় ছিলাম। এগুলো আমার নেতারা জানে।