ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তানভীরের জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৭, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় দৈনিক দিনকাল এর স্টাফ ও বিএনপির মিডিয়া সেলের কর্মী সাংবাদিক তানভীর আহমেদ এঁর নামাজে জানাজা পড়তে এসে সৈয়দ বশিরুজ্জামান বশির (৫০) নামে এক বিএনপি নেতা মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭অক্টোবর) সকাল ১১টার দিকে মারা যান।

তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর জিয়া পরিষদের সাবেক সহ-সভাপতি ও কুলিয়ারচর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য।

রোববার (৬অক্টোবর) দিবাগর রাত ১২ টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের বিএনপি নেতা ভুলন মিয়া (৪৫) গুরুতর আহত হয়। আহত ভুলন মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এলাকাবাসী।

রোববার (৬অক্টোবর) বিকাল ২ টার দিকে সাংবাদিক তানভীর আহমেদ ঢাকার মগবাজার এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে এবং তিন বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুম তানভীর আহমেদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাজরা গ্রামের মরহুম আব্দুল কাদির ছেনু মিয়ার একমাত্র ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টা অর্থাৎ সোমবার (৭অক্টোবর) ০০:৩০ ঘটিকায় মরহুমের নামাজে জানাজা শেষে বাজরা গোরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

নামাজে জানাজায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি

উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। এ সময় নামাজে জানাজায় আগত মুসুল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শরীফুল আলম সিআইপি মরহুম সাংবাদিক তানভীর আহমেদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তানভীরের মৃত্যুর সংবাদ পেয়ে মর্মাহত হয়েছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তানভীরের দুই শিশুসন্তানের লেখাপড়াসহ পরিবারের দায় দায়িত্ব নিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী, মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

সাংবাদিক তানভীর আহমেদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কুলিয়ারচরের সাংবাদিক সমাজ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Don`t copy text!