ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভার পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার মোঃ খোরশেদ আলম 

প্রতিবেদক
majedur
অক্টোবর ৭, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 

ঢাকা জেলার  সাভার পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগাম ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম।

 

আজ দুপুরে নিজের কার্যালয়ে গণমাধ্যম এর মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

 

ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম জানান, অনেক বছর ধরেই ছাত্রদলের  নেতা হওয়ার মধ্যে দিয়ে তিনি বিএনপির রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে দায়িত্ব ঢাকা জেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম পালন করেন।

 

তিনি বলেন, দীর্ঘ অনেক বছর ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারংবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দায়ের করা একাধিক মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। এমনকি এখনও তাকে প্রতিমাসে আদালতে হাজিরা দিতে হয়। দলের প্রতি আনুগত্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পৌরসভার আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ এর মাধ্যমে তিনি তার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!