ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৫, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

রাজারহাট স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ করেছে রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতা।
শনিবার সকাল সাড়ে আটটায় বৃষ্টিতে ভিজে রাজারহাট স্টেশনে জড়ো হওয়া শত শত মানুষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ২৫ মিনিট আটকিয়ে রাখেন।এসময় বক্তব্য রাখেন আন্দোলনের সংগঠক খন্দকার আরিফ, একে মোস্তফা জামান লেলিন, কেএম আরিফ রহমানসহ অনেকে। খন্দকার আরিফ বলেন, মাসখানেক আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। কিন্তু একমাস পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে নি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে।অবিলম্বে যাত্রাবিরতি কার্যকর করা না হলে আগামী শনিবার আবারও অবরোধ কর্মসূচি পালিত হবে।
আন্দোলন চলাকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!