ভারতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীনগর ইউনিয়নের সিংহেরহাটি,আরধীপাড়া দিঘীর পার ও টেক্কামার্কেটের ইমামমগন, হাজারো তৌহিদী ধর্মপ্রাণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
৪ অক্টোবর শুক্রবার বেলা ৯টার দিকে শ্রীনগর ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশ্বনবী (সাঃ)কে নিয়ে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রান যে কটুক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাসি দাবি করেন। এ সময় তারা ভারতের মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।পরে তারা ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,দয়হাটা গাউসুল আজম শাহী জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুল্লাহ,দয়হাটা টেক্কা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আখতার হোসাইন মাহমুদী,আরধীপাড়া দিঘীরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শহীদুজ্জামান,মাওলানা সাইফুল ইসলাম ওয়াইসী, গোরস্থান জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোঃআল মামুন।এছাড়াও ছিলেন,আরধীপাড়া দিঘীর পাড় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি শেখ আছলাম,সুশীল সমাজ ব্যক্তিত্ব মোঃ মনির হোসেন,মোঃ রেদোয়ান,মোঃ আব্দুর রউফ,রাসেল মাদবর,মোঃ মামুন,মোঃ কুদ্দুছ,সাহেদ আলী,মোঃ হাসান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।