ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকায় গত ১লা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ছাগল/ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধকল্পে সরকারীভাবে বিনামূল্যে কৃষক পর্যায়ে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ ওয়াহেদুল আলম গাংগাইল ইউনিয়নের পাছগয়েশপুর গ্রামে ক্যাম্প পরিদর্শন ও টিকাদান কর্মসূচী উদ্ভোধন করেন। এসময় নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, জেলা কার্যালয়ের ডিটিও ডা: ফরিদা ইয়াসমিন, নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ ডাঃ মোঃ আবু সাইম, ডাঃ হারুন অর রশিদ সাথে ছিলেন। জেলা কর্মকর্তা উপস্থিত ছাগল পালনকারীদের বিনামূল্যে এই সেবা গ্রহনের আহবান জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় গ্রাম্য পশু চিকিৎসক জহিরুল ইসলাম বাবুল, ছাগল পালনকারী মোঃ জিয়াউর রহমান পারভেজ ও শাহজাহান কবীর বক্তব্য রাখেন। উল্লেখ্য আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর সভা এলাকায় এই কর্মসূচী অব্যাহত থাকবে।