ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি// ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ /২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও শাখার আয়োজনে রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিবাদ্যকে নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা, সচেতনতা মূলক ক্যাম্পেইন ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ ঠাকুরগাঁও শাখার সভাপতি রুদ্র মহন্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ জবেদ আলী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ, ঠাকুরগাঁও জেলা শাখার শিশু সংসদ সদস্য রাদ শাহামাদ।
পরে বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।