ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী ২৫০ শয্য হাসপাতালে নার্সদের কর্মবিরতি

প্রতিবেদক
majedur
অক্টোবর ১, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

 

সুভাস দাস পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী ২৫০ শয্য হাসপাতালে নার্সদের কর্মবিরতি

নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স) আদায়ে কেন্দ্রীয় ঘোষিত তিন কার্যদিবসে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচীর দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে নার্সদের কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাঃ আয়শা বেগম, সদস্য সচিব মাহমুদা শিউলী, সিনিয়র স্টাফ নার্স লাইলুন নাহার, মোসাঃ নাসিমা বেগম, জেসমিন আক্তার, নাজমুন নাহার, ফাতিমা শরীফ, ব্রাদার কাওসার মাহমুদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরন, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নের জোর দাবি জানান।

এ দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

Don`t copy text!