ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি

মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় মো. রুবেল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত যুবককে আদালতে প্রেরণ করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে এক নারীকে শয়ন কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর থেকে এ নারীর সাথে মোবাইলে যোগাযোগ রাখে গ্রেপ্তারকৃত মো. রুবেল। পরে গত ১৫ জুলাই এ নারীকে আবারো একাধিকবার ধর্ষণ করে এই যুবক। একপর্যায়ে এ নারী অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারী পরিক্ষা করলে জানতে পারেন সে সাড়ে ৫ মাসের অন্তসত্বা। এই ঘটনায় ভূক্তভোগী নারী জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!