মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর
ফরিদপুর ১১ নং গেরদা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এ এম এম আক্তারুজ্জামান পারভেজ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্রথম হওয়ার পরেও দায়িত্ব না দেয়ায় সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য আকতারুজ্জামান পারভেজ। তিনি বলেন, গেরদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। তবে নির্বাচিত হবার পর কতিপয় প্রভাবশালী নেতা কর্তৃক তাকে প্যানেল চেয়ারম্যান না দেবার ষড়যন্ত্র করে চলছে। এবং আমাকে দায়িত্ব গ্রহণ করতে দেয়া হয়নি। ষড়যন্ত্রকারীরা আমাকে আওয়ামীলীগের তকমা দিয়ে পরিষদে ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে। তারা আমাকে আওয়ামী লীগের দলের রাজনীতি সাথে জড়িত মিথ্যা বানোয়াট কথা বলে বিবৃতি কর পরিবেশ সৃষ্টি করছে। অথচ আমি কখনে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমি এর বিরুদ্ধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরো জানান, আমি গেরদা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সকল রাজনৈতিক দলের মতাদর্শের একাধিকবার ভোটার গণ নির্বাচনের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়েছে। আমার ওপর একটা প্রভাবশালী মহল নির্যাতন জুলুম চালিয়েছে। আমি সকল সাংবাদিক ভাইদের সহযোগীতা কামনা করছি। এবং ভোটের মাধ্যমে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্রথম হয়েছে সেই দায়িত্ব আমি পালন করতে পারি।
এ সময় উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,
আনাসুজ্জামানশেখ , জাকির শেখ, খন্দকার মিলু, এলাকার গন্যমান্যা ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।