ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও উপজেলা প্রশাসন 

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও উপজেলা প্রশাসন 

মাজেদুর রহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃবেলায়েত হোসেন ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেণ এবং নগদ ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

এসময়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানু রাম বর্মন ও শুখান পুকুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসী এবং গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গতকাল বুধবার গড়েয়া ইউনিয়নের বাসিন্দা কালাম মিয়া (৪৫), পিতা, জালাল উদ্দীন, নদিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাত মৃত্যু হয় ও ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিন টার দিকে চার পাঁচ জন ছেলে ক্রিকেট খেলার পর ভুল্লী নদীতে গোসল করতে নামে এমন সময়ে আকাশে বৃষ্টি ও বজ্রপাত হলে আরিফুল ইসলাম(১৫) পিতা,দুলাল ইসলাম এবং মনির হোসেন (১৪) পিতা, নজরুল ইসলাম উভয়ের বাড়ি ঠাকুরগাঁও ভুল্লী থানার১৮ নং শুখান পুখরী ইউনিয়নের লাউথুতি গ্রামে তারা দু জনেই ঘটনা স্থলে মারা যান এবং মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) বজ্রপাতের ঘটনায় নিহত হন। গত দুই দিনে ঠাকুরগাঁও জেলায় চার জন নিহত হয়েছেন।

এছাড়াও বজ্রপাতে ঘটনায় নারী, শিশুসহ আট জন আহত হয়েছেন।

Don`t copy text!