ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সাবেক ইউপি সদস্য মিলন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি

নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মো. মিলন মিয়া’র নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে মানহানি করার প্রতিবাদ জানিয়েছে সাবেক ইউপি সদস্য মিলন মিয়া। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান তিনি।

গত ২০ সেপ্টেম্বর খারুয়া ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন ভোক্তভোগী মানববন্ধন করে সাবেক ইউপি সদস্য মিলন মিয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল,চাঁদাবাজি, নারী ধর্ষক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে।

এমন অভিযোগ অস্বীকার করে ব্যাখা দিয়েছেন তিনি। লিখিত বক্তব্য সাবেক ইউপি সদস্য মিলন মিয়া বলেন-মাজেদা খাতুন আমার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা নেওয়ার যে অভিযোগ করেছে তা বানোয়াট। আমি মাজেদা খাতুনকে জমি লিখে দিয়েছি। জমি মাজেদার ভোগ দখলে আছে। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না আমাকে তারা যুবলীগের নেতা বলে প্রচার করছে। তাছাড়াও মোশাররফ হোসেনের কাছ থেকে টাকা ও জমি নেওয়ার যে  অভিযোগ করেছে তাও মিথ্যা। আমি কেমন মানুষ এলাকার সবাই জানে।

বক্তব্যে মোসলেম উদ্দিন বলেন- মানিক মিয়া আমার কাছ থেকে ৪ লাখ টাকা দিয়ে যে জমি বন্ধক রেখেছিল সেটির টাকার স্থানীয়দের উপস্থিতিতে দিয়ে দিয়েছি। তবুও মিথ্যা অভিযোগ দিচ্ছে।

আজহারুল ইসলাম বক্তব্য বলেন- মিলন মিয়া খুবই ভাল মানুষ তাকে জড়িয়ে একটি মহল নানা রকম অপপ্রচার করছে। যা মিথ্যা ও ভিত্তিহীন।

রুস্তম আলী বক্তব্য বলেন- সাবেক ইউপি সদস্য এলাকায় কারো কোন ক্ষতি করেনি। যেগুলো অভিযোগ উঠেছে তার কোন সত্যতা নাই।

এছাড়াও স্থানীয় বাসিন্দারা মিলন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান।

Don`t copy text!