ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ইউনূস-বাইডেন বৈঠক কী আদায় করতে পারে বাংলাদেশ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে পোশাক রপ্তানির ক্ষেত্রে বৈষম্যের শিকার বাংলাদেশ। ভিয়েতনাম মাত্র ৭ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করলেও বাংলাদেশকে সেখানে দিতে হয় ১৮ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ হাসিনার মার্কিন বিরোধী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের কাছে এই বৈষম্যের বিষয়টি এতদিন তুলে ধরা যায়নি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে আজ (মঙ্গলবার)। সেখানেই শুল্ক কমিয়ে ৫ শতাংশ বা ভিয়েতনামের সমান করার দাবি জানাবেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যদিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট সরকার গঠনের পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনকে ঘিরে নজর থাকবে বিশ্বনেতাদের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে

Don`t copy text!