ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দোকনের মালামাল ভাংচুর ও হামলায়।। থানায়  অভিযোগ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া পৌরসভার থানা রোডে  দোকনের মালামাল ভাংচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মদিনা ক্রোকারিজের  মালিক  পলাশ গ্রামের সফিকুর রহমান রবিবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ মর্মে জানা গেছে ,করইশ গ্রামের আবু মিয়ার ছেলে সোহেল (২৩)প্রায়ই মদিনা ক্রোকারিজের সামনে তার অটোরিক্সা রেখে দোকানের সামনে যানজট ও বিক্রির সমস্যা করে।

রবিবার রাত ৮টার সময় সোহেল দোকানের সামনে  অটোরিক্সা রাখলে সফিকুর রহমানের ছেলে মাহমুদুল হাসান  অটোরিক্সা সরিয়ে নিতে বললে তার সাথে  তর্ক বিতর্কে  জড়িয়ে পড়ে। একপর্যায়ে  সোহেল দলবল নিয়ে দোকানে প্রবেশ করে  মাহমুদুল হাসানকে মারধর কওে । মাহমুদুল হাসানের ছোট ভাই হাসিবুল আলম বাধা দিলে তাকেও  বেধরক মারধর করে ।

এবং দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩লক্ষ ৩০ টাকা,১টি শ্যামসাং মোবাইল সেট   নিয়ে নেয় এবং দোকানের মালামাল ভাংচুর করে ।

কচুয়া থানার এসআই মো. মিজানুর রহমান সোমবার ঘটনা¯’ল পরিদর্শন করেন। তিনি জানান তদন্ত করে আইনগত ব্যব¯’া গ্রহন করা হবে। এ ব্যপারে সফিকুর রহমান বাদী হয়ে সোহেল,তার ভাই রুবেলসহ ৫জনকে এজহারনামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে বিবাদী করে রবিবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

ছবি: কচুয়ায় দোকানের মালামাল ভাংচুর পরিদর্শন করছেন এসআই মো. মিজানুর রহজমান।

Don`t copy text!