ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গরমে হাঁসফাস,তাপপ্রবাহ থাকবে কতদিন

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বৃষ্টিপাত কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে ভ্যাপসা গরম। বর্তমানে দেশের সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তাই অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ।
আবহাওয়া অধিদফতর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামী রোববার পর্যন্ত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে। এর ফলে দেশে বৃষ্টিপাতও অনেকটা কমে গেছে। তবে সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, মূলত বৃষ্টি না হওয়ার কারণেই তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। ২৩ সেপ্টেম্বরের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। তখন তাপমাত্রাও কমতে পারে।

Don`t copy text!