ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে জমি সংক্রান্ত জেরে প্রবাসী পরিবারের উপর হামলা থানায় অভিযোগ

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।এতে প্রবাসীর ভাই আব্দুর রহমান নামে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৪২ নং ওয়ার্ড হারবাইদ গোয়াল গাঁ এলাকায়।এ বিষয়ে ভূক্তভোগী আব্দুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামি করে নিকটস্থ পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,নন্দীবাড়ী গোয়াল গাঁ মৌজাস্হিত মজিবুর, আতাউর, এমরান,আলাউদ্দিন গং তাদের নিজ ছাহাম বন্টন অনুযায়ী জমি ভোগদখল অবস্থায় আছে কিন্তু মজিবুর রহমান গং তাদের পিতা মারা যাওয়ার আগেই মালিকানা থেকে ৬০ শতাংশ জমি বেশি বিক্রি করেন। আমি ও আমাদের পরিবারের লোকজন পিছনের জমিতে যেতে রাস্তা চাইলে তাঁতে ও মজিবুর গং বাঁধা প্রদান করে।এনিয়ে স্হানীয় কাউন্সিলর সহ বিষয়টি সমাধানের চেষ্টা করতে চাইলে মজিবুর গংদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ১৩ সেপ্টেম্বর সকালে উভয়পক্ষের মধ্য তর্ক বিতর্ক হলে ঐ দিন রাতে আমি আমার কর্মস্থল হতে রাত ১০টা ৩০ মিনিটে কর্মস্থল থেকে ফেরার পথে হাবিবুর রহমানের ছেলে জিহাদ,মতিউর রহমানের দু্ই ছেলে রিয়াদ ও রাসেল, হাবিবুর রহমান, মজিবুর রহমানের ছেলে মামুন ও মতিউর রহমান অতর্কিত হামলা চালায় এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।পরে আব্দুর রহমানকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। প্রতিপক্ষ মতিউরের পরিবারের সাথে কথা বলতে গেলে তারা জানান,তাদের সাংবাদিক প্রয়োজন নেই। এবিষয়ে পূবাইল থানার নবাগত ওসি শেখ আমিরুল ইসলাম জানান,আমি এ বিষয়ে জেনে তদন্ত করে ব্যবস্থা নিব।

Don`t copy text!