সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কবিতার নাম ☕ আত্মীয় বিমুখ সাদুল্লাচর বাজারে হাইওয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে গরু ব্যবসায়ীদের গাড়ি আটকের অভিযোগ  দশমিনায় টিসিবি’র কার্ডধারীদের বঞ্চিত পাঁচবিবিতে বাদশা সীডের আলুবীজ ক্রয় করে কৃষকরা প্রতারিত মহামায়ায় ছাত্রদলের কর্মীসভা নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শরীফ বকশীগঞ্জে বৃদ্ধ শ্বশুরকে পেটালেন পুত্রবধূ, বিচার চেয়ে থানায় অভিযোগ কুড়িগ্রামে সাবেক কাউন্সিলর আবু তালেবের মরদেহ উদ্ধার  পাঁচবিবিতে ধান ক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে যাত্রীবাহী বাসচাপায় শামসুল নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু কবিতার নাম 💘 হারভাঙ্গা কষ্ট বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিনিয়র সহ সভাপতি- মোঃ নূরে আলম মানিক আমার সিক্স সেন্স বলছে -“আগামী দুই চার বছরের মধ্যে নির্বাচন হচ্ছে না”- গোলাম মাওলা রনি রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কবিতার নাম 🏝 সুখ- শান্তি ভালোবাসা
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মিথ্যা মামলাবাজ জমি দখলকারী ভূমিদস্যু সন্ত্রাসী রিপন মুন্সির হাত থেকে বাঁচতে চাই জানান ভুক্তভোগীরা

জাবেদ আহমেদ ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি / ১২২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

 

জাবেদ আহমেদ
ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

নবীনগর উপজেলার একুশ নং কাইতলা উত্তর ইউনিয়ন এর নারুই ব্রাহ্মণহাতা নোয়াগাঁও, রুদ্রাক্ষ বাড়ী,নসড়াবাড়ী,নাটঘর গ্রাম সহ আরো কয়েকটি গ্রামের বাসিন্দা তাদের পৈত্রিক ও নিজের জমিজমা হারিয়ে নিজ গ্রাম ছেড়ে মানবেতর জীবনযাপন করছে একই ইউনিয়নের বাসিন্দা রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে।
এগারো সেপ্টেম্বর কথা হয় জেলার বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা অলি মুন্সি, তোফায়েল মহাজন সহ কয়েকজন ভুক্তভোগীর সাথে এ সময় উনারা জানান একুশ নং কাইতলা উত্তর
ইউনিয়নের ত্রাস হচ্ছে ভূমি লিপ্সু,ভূমিপিপাসু জবরদখল কারী নামধারী শিল্পপ্রতি সন্ত্রাসী রিপন মুন্সি ও তার গঠনকৃত অপরাধী সন্ত্রাসী বাহিনী,রিপন মুন্সির ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা কয়েকটি গ্রামের মানুষ আজ নিস্ব হয়ে রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিজ এলাকায় যেতে পারছি না, আমাদের নামে সন্ত্রাসী রিপন মিয়া তার দলীয় লোকজন কে বাদী করে একের পর এক কাল্পনিক বানোয়াট মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে, ভূমিদস্যু রিপন মুন্সির কবলে পরে নারুই ব্রাহ্মণহাতা,নোয়াগাঁও, রুদ্রাক্ষ বাড়ী,নসড়াবাড়ী,নাটঘর গ্রাম সহ আরো কয়েকটি গ্রামের খেটে-খাওয়া কৃষক তাদের কৃষি জমি হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে, এ সময় অলি মুন্সি জানান রিপন মুন্সি আমার ও আমার ভাতিজাদের জমি জোর করে দখল করে নিয়েছে।
আজ দুই বছরের অধিক সময় ধরে আমি ও আমার ভাতিজারা নিজ গ্রাম সহ নিজ নিজ বাড়ীঘরে যেতে পারছি না সন্ত্রাসী রিপন মুন্সি ও তার বাহিনী দ্বারা পঙ্গুত্ব বরনসহ, হত্যা হওয়ার ভয়ে আতংকে।
আওয়ামী লীগ সরকার পতনের পর ষড়যন্ত্রকারী ভূমিদস্যু রিপন মিয়া আমাকে সহ ঢাকা কলেজে পড়ুয়া আমার ছেলে এবং আমার তিন ভাতিজার নামে ঢাকার যাত্রাবাড়ী থানা সহ ব্রাহ্মণবাড়ীয়া সদর থানায় মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়,
যা সম্পূর্ণ মিথ্যে।
মামলায় উল্লেখ্য করেছে আমি নাকি ছাত্রদের উপরে হামলা করেছি এবং আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিপন মুন্সির দলীয় গরুচোর ইয়াবা ব্যবসায়ী, মাদকাসক্ত লোকজন সহ ভাড়া করা লোকজন দিয়ে মিছিল করেছে আমি নাকি এলাকায় মাদক ব্যবসা দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত অথচ আমি আমার ভাতিজারা রিপন মুন্সি তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে দুই বছরের অধিক কাল সময় এলাকাসহ নিজ বাড়ি ঘরে যেতে পারি না।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রশ্নের জবাবে অলি মুন্সি জানান আমি নিরিহ কৃষক রাজনীতি কি আমি বুঝি না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় রিপন মুন্সি তিনি আমার সম্পর্কে ভাতিজা হয় তিনি ই আমার নাম আওয়ামী লীগের লিস্টে তুলেন পরে আমি লোকমুখে শুনে উনাকেই জিজ্ঞেস করলে তিনি (রিপন মুন্সি) বলেন আমি আওয়ামী লীগের অর্থদাতা অতএব আপনার নাম লিস্টি করতে আমি ই বলেছি সমস্যা নাই।
অলি মুন্সি আরো বলেন আমি আওয়ামী লীগের সভাসমাবেশ কখনো ই যায় নি আমরা খেটে খাওয়া মানুষ রাজনীতি বুঝি না।
এ সময় তিনি বলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা সহ আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে সবাই চিনেন রিপন মুন্সি কে, সাবেক এমপি বুলবুল সাব, ফয়জুর রহমান বাদল সহ অনেক আওয়ামী লীগের জনপ্রতিনিধির নির্বাচনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন রিপন মুন্সি এমন কি আওয়ামী লীগের স্বধ্য সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটিতে এক নাম্বার নামের তালিকায় ছিলেন রিপন মুন্সি,তার বড় ভাই জায়েদুল ইসলাম লিটন যুবলীগের পোস্টাধারী নেতা।
বিরোধী দলের নেতাদের মামলা হামলার অর্থদাতা ও ছিলেন রিপন মুন্সি।
আওয়ামী লীগ পতনের পর সে এখন অন্য দলের অর্থদাতা হয়ে গেছে।
এ সময় তোফায়েল মহাজন বলেন রিপন মুন্সির কারণে আমি নিস্ব হয়ে পথে পথে ঘুরছি, গেলো কয়েকমাস আগে আমাকে আমার জমি ফেরত দেবে বলে নিয়ে গিয়ে তার বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পিঠিয়ে আমার ও আমার ছোট ভাই দুলনের কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মারধর করে তারিয়ে দেয়, এবং নিজ এলাকায় ও বাড়ীতে যেন না যাই,গেলে মেরে ফেলার হুমকি দেয়, থানা পুলিশ রিপন মুন্সির নাম শুনলে মামলা নেন না, রিপন মুন্সি কারণে আমি জমিজমা বাড়ীঘর হারিয়ে আজ নিস্ব হয়ে মিথ্যে মামলা মাথায় নিয়ে পথে পথে ঘুরছি আমি অন্তবর্তী কালীন সরকারের কাছে রিপন মুন্সির বিচার চাই,

এ সময় উপস্থিত ভুক্তভোগীরা জানান রিপন মুন্সির কাছে সব হারিয়ে আজ দুই বছরের অধিক কাল সময় আমরা গ্রাম ছাড়া। ভূমিদস্যু রিপন মিয়া আমাদের জমিজমা সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দখল করে নিয়েছে। সন্ত্রাসী রিপন মিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা পঙ্গুত্বহানী হয়েছে মজিবুর রহমান, সোহেল মিয়া,আমিরুল ইসলাম,সাইফুল ইসলাম সহ আরও অনেকেই, রিপন মুন্সি দ্বারা পঙ্গুত্ব ও হত্যা হওয়ার ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে মানবেতর জীবনযাপন করছি।
সেখানে আমরা কিভাবে এলাকায় দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবো বলেন আমরা দুই বছরের উপরে তার ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে গ্রাম ছাড়া, বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের নিকট সন্ত্রাসী রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনী কে গ্রেফতার করে তাহাদের সকল অপকর্মের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয় এ জানতে রিপন মুন্সির মোবাইলে একাধিকবার ফোন দিলে সংযোগ না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!