বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁও গড়েয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১জন চিন্ময় কৃষ্ণ আটকের খবরে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নান্দাইলে রাজগাতী উনিয়নের প্রকল্পে কাজ না করেই আত্মসাৎ করলেন চেয়ারম্যান

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি / ১৪৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসুচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে ২য় কিস্তির নগদ অর্থের বরাদ্দকৃত দুটি প্রকল্পে কোনো কাজ না করে আত্মসাৎ করে ফেলেছেন উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন। চলতি বছরের ২২ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের আধা সরকারি পত্রে উল্লেখ করা রাজগাতী ইউনিয়নের উলুহাঠি গ্রামের রাসেলের বাড়ি হতে পাকা রাস্তা ও একই গ্রামের রোকন উদ্দিনের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত দুটি রাস্তা মেরামতের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মাত্র ১০০ গজের মধ্যে অবস্থিত রাস্তা দুটিতে এই প্রকল্প বরাদ্দের পর কোনো কাজ করা হয়নি। তবে এই প্রকল্পের অনেক আগে এই দুটি রাস্তায় মাটি ভরাট করে দেন চেয়ারম্যান খোকন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাসেলের বাড়ির রাস্তাটিতে গিয়ে কথা হয় স্থানীয় যুবক মারুফ, সাইমন, জাকিরসহ আরও কয়েকজনের সাথে। তারা জানান, বিগত রমজান মাসের পর এখানে কোনো কাজ করা হয়নি। উল্লেখ, চলতি বছরের ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন হয়। আর এই প্রকল্প উপজেলা প্রশাসন থেকে পাশ হয় তারও ৯ দিন পর।

পাশেই অবস্থিত রোকন উদ্দিনের বাড়ির রাস্তায় গিয়ে সম্প্রতি সংস্কার করা হয়েছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। সেখানে এক বয়স্ক ব্যক্তির সাথে আলাপ হলে তিনি জানান, ‘আমন ধান কাটার পর এখানে মাটি ভরাট করা হয়েছিলো। এরপর আর কাজ হয়নি’। এখানেও উল্লেখ থাকে যে, বাংলাদেশে আমন ধান কাটার মৌসুম সাধারণত শীতকালের মধ্যেই শেষ হয়ে যায়। আর এই প্রকল্পের জন্য বরাদ্দই হয়েছে গ্রীষ্মকালে।

এছাড়াও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ইউনিয়নের রাজগাতী আশরাফ আলী চেয়ারম্যানের বাড়ি থেকে মুকশেদ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে কাবিটা কর্মসূচির ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ থাকলেও সেখানে কোনো কাজ হয়নি। টি আর কর্মসূচির আওতায় রাজগাতী গ্রামের আশরাফ চেয়ারম্যানের বাড়ি থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারে ৮১ হাজার টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি কিছুই। পাছদরিল্লা গ্রামে একই কর্মসুচির আওতায় বন্দের বাড়ি থেকে কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ করা হয়নি৷ একই কর্মসূচির আওতায় ফরিদাকান্দা গ্রামের শহর বেপারীর বাড়ি থেকে হাসিম উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ৮১ হাজার ৩০০ টাকা বরাদ্দের কাজও করা হয়নি৷

ইউনিয়ের বিভিন্ন গ্রাম ঘুরে স্থানীয়দের সাথে আলাপ করলে তারা জানান, নান্দাইলের মধ্যে একটা অবহেলিত জনপদ রাজগাতী ইউনিয়ন। এখানের রাস্তাঘাটের উন্নয়ন দূরে থাকুক, সংস্কারও করা হয় না। তাই এই বর্ষায় আমরা চরম ভোগান্তিতে আছি।

এ ব্যাপারে জানতে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এখানে কাজ করেছি’। পরে তাকে বলা হয়, আপনি আগের অন্য কোনো প্রকল্পের কাজ এখানে করেছেন, এবারের প্রকল্প পাশের পর আর কাজ করেননি। এর উত্তরে তিনি বলেন, ‘এ ব্যাপারে অফিস ভালো বলতে পারবে। তাদের সাথে যোগাযোগ করেন’।

এসব বিষয়ে জানতে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানউল্লাহ জানান, প্রকল্পের টাকা উত্তোলন করা হলেও বৃষ্টির কারণে কাজ করা হয়নি৷ পরে করা হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!