ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে মম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসারত অবস্থায় শিশুর মৃত্যু হয়। মম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামের নাসিরুদ্দিন স্বপনের সর্বকনিষ্ঠ মেয়ে।
পরিবার সূত্রে জানাযায়, সোমবার রাত ১০ টার দিকে বিল্ডিংয়ের মাঝখানের রুম থেকে পাশের রুমে যাওয়ার জন্য খাট থেকে পা নিচে ফেলতেই সাপের উপর পড়ে। সাথে সাথেই বিষাক্ত সাপটি কামড় দিলে শিশু মম চিৎকার দেয়। পাশের রুমে থাকা পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা রেফার করেন। পরে কুমিল্লায় চিকিৎসা চলাকালীন সময়ে মঙ্গলবার ভোরে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মোঃ হাবিবুর রহমান জানান, সাপে কাটলে চিকিৎসা দেওয়াটা স্পর্শকাতর বিষয়। বিষাক্ত সাপ কিনা আগে নিশ্চিত হওয়ার জন্য ওই সময় ইমার্জেন্সি ডিউটিতে থাকা ডাক্তার রাসমিত প্রথমেই রক্ত পরিক্ষা (ক্রস চেক) করতে চান। এই পরিক্ষাটির জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় প্রয়োজন হয়। এসময় শিশুটির পরিবার অপেক্ষা করতে রাজি হয়নি তারা অন্যত্র নিয়ে যেতে চান। তখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হলে তারা কুমিল্লা নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা (এন্টিভেনম) আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এন্টিভেনম আছে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এই চিকিৎসা দিচ্ছি।