আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাউসার আলম (৪৪) ও তার মেয়ে তাসনীম (৫)। নিহত কাউসার আলম উপজেলার উত্তর সলিমপুর গ্রামের মৃত মফিজুল আলমের পুত্র। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার সময় ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে শ্বশুর বাড়ী থেকে নিজ বাড়ীতে যাচ্ছিলেন কাউসার আলম। পথে পাকা রাস্তার মাথা নামক স্থানে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় আশঙ্কজনক অবস্থায় স্থানীয়রা শিশুকন্যাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক দীপক কুমার শীল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশুকন্যাটি ও মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।