আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের কামড়ে আরাবি নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে। নিহত আরাবি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মোবারক আলী মহুরী বাড়ীর আলতাফ হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা মোঃ মোশারফ হোসেন জানান, সন্ধ্যা ছয় টার সময় ঘরের গলিতে তার সহপাঠীর সাথে খেলাধুলা করা অবস্থায় আরাবিকে একটি সাপ কামড় দিয়ে চলে যায়। এ সময় সহপাঠী সাপ দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে ঘরের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাপের প্রতিষেধক অ্যান্টিভেনম টিকা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাট বি আই টি আই ডি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বি আই টি আই ডি সূত্রে জানা যায়, রাত ৮টার সময় শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। শিশুটির গায়ে সাপে কাটা চিহ্ন ছিল তবে পরিবার সাপ দেখতে পায়নি বলে জানিয়েছে।