মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তারকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
গতকাল (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন করে তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অভিযুক্ত হুমকিদাতা মোনায়েম খান, আবু সাঈদ মাস্টার, রিপন, সোহেল ও মোবারক খান গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উক্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে। বন্ধ থাকা প্রতিষ্ঠান থেকে কে বা কাহারা শিলিং ফ্যানসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ম্যাডাম প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় কতক দুস্কৃতিকারী বিদ্যালয়ে এসে আমাদেরসহ ম্যাডামকে স্কুলে আসতে নিষেধ করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়।
দূস্কৃতিকারীদের হুমকি ধামকির ভয়ে প্রিন্সিপাল ম্যাডাম বর্তমানে স্কুলে না আসায় আমাদের ছাত্র-ছাত্রীদের পাঠদানে মারত্বক ভাবে ব্যাঘাত ঘটছে।