মো: আতাউর রহমান সরকার( মতলব উত্তর প্রতিনিধি)
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নদোনা সাম্প্রতিক বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত দুইশত পরিবারকে সহায়তা করছেন চাঁদপুরের মতলব উত্তর ইমাম -খতিব ওলামা ঐক্য পরিষদ । টানা বর্ষণ ও নদীর পানি বেড়ে যাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার কারণে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে মতলবের ইমাম -খতিব ওলামা ঐক্য পরিষদ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আলেম-ওলামাদের প্রতিনিধি হিসেবে মতলবের ঐতিহাসিক দৃষ্টিনন্দন আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোঃ ওবায়েদ উল্লাহ ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ও নিশ্চিন্তপুর বাইতুস ছালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইমাম হোসাইন মুস্তাফী’র নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় দুর্গতদের মধ্যে খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানি, মুড়ি , চানাচুর , বিস্কুট, সরিষার তৈল, মোমবাতি,ওষুধ, স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় হাফেজ মাওলানা মোঃ ওবায়েদ উল্লাহ বলেন, মানুষের কষ্ট লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আলেম সমাজ সবসময় দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা এই ধারা অব্যাহত রাখবো।
নোয়াখালী সোনাইমুড়ী নদোনা’র বাসিন্দা রশিদ আহমদ ত্রাণ পেয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, আলেমদের এ ধরনের সহায়তা দুর্যোগময় মুহূর্তে আমাদের মনে আশা জুগিয়েছে।
মাওলানা ইমাম হোসাইন মোস্তাফী বলেন মসজিদের ইমাম-খতিবদের নিয়ে গঠিত ফাউন্ডেশনটি দুর্গত এলাকায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে এবং দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকাতেও ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিচ্ছে।