ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
majedur
আগস্ট ২৭, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৪)।

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান। এর আগে রবিবার (২৫ আগস্ট) সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ফিরোজ আলম (৪৫) তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়, মো. শান্ত আহম্মেদ (২৩) ও মো. রোমান শেখ (২৭) তাদের উভয়ের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।

র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Don`t copy text!