মিরসরাই উপজেলায় ওসমানপুর ইউনিয়নে ওসমানপুর উচ্চ বিদ্যালয় বন্যা দুর্গত এলাকায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মানিক চন্দ্রনাথের নেতৃত্বে একদল চিকিৎসক।
২৬ আগস্ট সোমবার সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।
বন্যা কবলিত এলাকায় বন্যা পানি নেমে যাওয়ার পরপর মানুষে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই সময়ে মানুষের জন্য ফ্রি চিকিৎসাটা গুরুত্বপূর্ণ এবং মহৎ উদ্যোগ।
এ সময়ে চিকিৎসার গুরুত্ব মনে করে চট্টগ্রাম চন্দনাইশ এলাকার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক মানিক চন্দ্র নাথ ছুটে আসেন মানুষের সেবায়। সাথে করে নিয়ে আসেন তাঁর ফিজিওলজি বিভাগের ছাত্র ছাত্রীদের একটি মেডিকেল টিম। চিকিৎসার পাশাপাশি রোগীদেরকে ফ্রি পর্যাপ্ত ওষুধ প্রদান করা হয়।
এ বিষয়ে ডাক্তার মানিক নাথ বলেন মানুষের পাশে সাথে কাজ করা আলাদা একটা আনন্দ, দেশের এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি।