জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শহীদ হাবিবুর রহমান কবির ও সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে সোমবার (২৬ আগষ্ট) বাদ আছর কবর জিয়ারতের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা শহীদ হাবিবুর রহমান কবির ও সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে কবরস্থান জিয়ারত করে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ১ নং সহ-সভাপতি ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, জাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন,শহীদ সালাম বরকত হলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আরফান আলী, সাবেক যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শেখ মুজিবুর রহমান হলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন, শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহবায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদ প্রমুখ।