ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মাছ ব‍্যবসায়ীকে গুলি

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের
দেবিপুরা গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে নাছির শেখ
(৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে মোটরসাইকেল থেকে নেমে
গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
পরিবারের বরাতে পুলিশ বলছে, জমিজমা সংক্রান্ত বিরোধে ওই
ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবিপুরা গ্রামের
মালামত নামক জায়গায় বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে
এ ঘটনা ঘটে। নিহত নাসির শেখ ওই এলাকার মৃত সামাদ
শেখের পুত্র। তিনি মাছ চাষ ও বিক্রির পাশাপাশি এলাকায়
গণ্যমান্য ব্যক্তি হিসাবে বিচার-আচার করতেন।
জানা গেছে, নিহত নাছির শেখ আত্মীয়তা সূত্রে সদ্য বিলুপ্ত
মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ
হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এছাড়া তিনি বিগত
মালখানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে ইউপি
সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে
পরাজিত হন।
পরিবার ও স্থানীয়দের দাবি, এলাকায় বিচার-সালিশ ও জায়গা
জমি নিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে দ্বন্দের জেরে এই হত্যাকাণ্ড হয়ে
থাকতে পারে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের
চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব বলেন, হাসপাতালে আনার
আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার গলায় গুলির চিহ্ন ছিলো।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল হোসেন
বলেন, ‘খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার
করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ
ঘটনায় কোন আলামত উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব
হয়নি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি জমিজমা নিয়ে
বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Don`t copy text!