নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন এর নারুই ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা অলি মুন্সি তিনি জানান কাইতলার উত্তর ইউনিয়নের ত্রাশ ভূমি লিপ্সু ভূমিপিপাসু দখলকারী নামধারী শিল্পপ্রতি সন্ত্রাসী রিপন মুন্সির ষড়যন্ত্রের শিকার তার সমস্ত পরিবার। তিনি আরো জানান ভূমিদস্যু রিপন মুন্সির কবলে পরে নারুই ব্রাহ্মণহাতা,নোয়াগাঁও, রুদ্রাক্ষ বাড়ী,নসড়াবাড়ী,নাটঘর গ্রাম সহ আরো কয়েকটি গ্রামের খেটে-খাওয়া কৃষক তাদের কৃষি জমি হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। যার ফলশ্রুতিতে গ্রামবাসীরা সন্ত্রাসী রিপন মিয়ার বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করেও কোন সুফল পাচ্ছেন না।
বিশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে নবীনগর উপজেলা পরিষদের সামনে প্রতিবেদক কে তিনি জানান আমি সংবাদ মাধ্যমে দেখলাম আমাকে নিয়ে কিছু সাংবাদিক ভাইয়েরা সংবাদ প্রচার করেছেন আমি নাকি আমার বোনের সম্পদ আত্মসাৎ করেছি।
এ সময় তিনি আরো বলেন আমি আজ সেই জবরদখল কারী রিপনের বিচার চাইতে আমার পরিবারের সবাইকে নিয়ে নবীনগর সেনাবাহিনী ক্যাম্প, থানা, ও ইউএনও মহোদয় এর কাছে আসছি আমি এবং আমার ভাতিজারা ধাপে ধাপে চার বছর যাবত গ্রাম ছাড়া। ভূমিদস্যু রিপন মিয়া আমার এবং আমার ভাতিজা মনির, কামরুল,আমিরুল জমিজমা সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দখল করে নিয়েছে। সন্ত্রাসী রিপন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর পঙ্গুত্বহানী সহ হত্যা হওয়ার ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে মানবেতর জীবনযাপন করছি। সেখানে আমি কিভাবে বোনের সম্পদ দখল করবো বলেন। গত ১৬/০৮/২৪ ইং তারিখ থেকে রিপনের সন্ত্রাসী বাহিনীর অশালীন উশৃঙ্খ গালাগালি সহ তাদের ভয়ে আমার চার ভাতিজা বউ তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িঘর ছেড়ে চলে আসতে বাধ্য হই। আমি বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের নিকট উহার সুষ্ঠু বিচার দাবি করছি।