ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২লাখ টাকা করে বরাদ্দ ॥ ১৭৮টি প্রা:বি: অন্যান্য বরাদ্দ

প্রতিবেদক
majedur
আগস্ট ২১, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২লাখ টাকা করে ৩৪ লাখ টাকা উন্নয়ন কাজের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলার বনুড়া, কপালহর, তশরা, মোয়াজ্জেমপুর, দাতারাটিয়া, হেমগঞ্জ বাজার, হালিউড়া (পূর্ব), হালিউড়া (পশ্চিম), দেওয়ানগঞ্জ, রাজাপুর, নাগপুর হাটশিরা, কয়ারপুর খারুয়া, বীর ঘোষপালা রেজি সরঃ প্রা:বিদ্যালয়, ভাটি (দক্ষিণ পাড়া), দক্ষিণ জাহাঙ্গীরপুর ও গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র অনুপাতে স্লীপ খাতে ৫০ হাজার থেকে ৮৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক ১টি ১০ হাজার ২টি থাকলে ২০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক খাতে ১০ হাজার টাকা এবং রুটিন ম্যানটেইন খাতে ৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। ৭টি বিদ্যালয় হচ্ছে চারআনিপাড়া, রসুলপুর উত্তর, বালিয়াপাড়া, কাঠলিপাড়া, নান্দাইল, পূর্ব শিবনগর ও আল আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে করে ১৭৮টি প্রাথমিক বিদ্যালয় (সকল) স্লীপ খাতে ১ কোটি ১৬ লাখ, মেরামত খাতে (১৭টি স্কুল) ৩৪ লাখ, ওয়াস ব্লক স্কুর ৯ লাখ ১০ হাজার এবং রুটিন ম্যানেটেইন খাতে (৭টি বিদ্যালয়) ৪০ হাজার টাকা করে ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন। উল্লেখিত বরাদ্দ থেকে ১০% ভ্যাট ও সাড়ে ৪% আয়কর কর্তন হয়ে সরকারী ফান্ডে জমা হবে। বাকী অর্থ দিয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের খাতে ওয়ারী উন্নয়ন কাজ সম্পাদন করতে হবে। সকল প্রকল্পের কাজ নিয়ম মোতাবেক বাস্তবায়ন করা জন্য ছাত্র অভিভাবকরা জোরদাবী জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি অর্থ বছরে প্রতিটি বিদ্যালয়ে এই অনুদান দেয়া হয়ে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এই প্রকল্পের কাজ করে থাকেন।

Don`t copy text!