ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে পুলিশ সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রতিবেদক
majedur
আগস্ট ১৭, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকার ধামরাইয়ে কামরুল হাসান (২৩) নামের এক পুলিশ সদস্যদের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরুল হাসান দুই দিন আগে নিখোঁজ হয়েছিলেন।

১৬ আগস্ট, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাইয়ের কংসপট্টি এলাকার একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।

নিহত কামরুল হাসান ধামরাই উপজেলার কংসপট্টি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি পুলিশের এপিবিএন শাখায় উত্তরা জোনে কর্মরত ছিলেন।

১৬ আগস্ট, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসির।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কামরুল হাসান নামের ওই পুলিশ সদস্য ছুটিতে তার গ্রামে আসেন। গত বুধবার (১৪ আগস্ট) সকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল এলে বাসা থেকে দ্রুত বের হয়ে যান। পরে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার পরিবার। পরে আজ ধামরাইয়ের কংসপট্টি এলাকার একটি ডোবায় একটি বস্তা দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামরুলের মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর তার হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ডোবায় ফেলে হত্যাকারীরা। প্রাথমিকভাবে স্ত্রীর পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।

Don`t copy text!