ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

অভিযাত্রিকের ২৩৫০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ১৭, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

১৬ আগস্ট/২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরে ২৩৫০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সম্মানিত সিনিয়র সদস্য জোসেফ আখতার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের নিবেদন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত গণঅভ্যুত্থানে বিজয়ের নতুন যাত্রায়-
“শান্তির জন্য কবিতা” – শীর্ষক অভিযাত্রিকের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাণবন্ত করেছেন সম্মুখ সারির আন্দোলনকারী বীরযোদ্ধা জনাব আহসানুল জাব্বার -পদার্থ বিজ্ঞান বিভাগ, বে.রো.বি, রংপুর, জনাব এস.এম আশিকুর রহমান -EEE, বে.রো. বি, রংপুর, জনাব শাহরিয়ার সোহাগ – গণযোগাযোগ ও সাংবাদিকতা, বে.রো. বি, রংপুর। জনাব হাজিম-উল হক- গণযোগাযোগ ও সাংবাদিকতা, বে.রো.বি, রংপুর, ইমরান হোসেন, দীপ্ত সহ আরো ৫/৬ জন। আন্দোলনকারী ছাত্ররা তাদের নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। সকল ছাত্রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় – তম্মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিলন(রাজবন্দী ), হৃদয় আহম্মেদ হৃদয়(রাজবন্দী ), মিলন বানিয়া (পুলিশ কতৃক নির্যাতিত) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে জাহিদ হোসেন -এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন জোসেফ আখতার, তৈয়বুর রহমান বাবু, নাহিদা ইয়াসমিন, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, ফারহান শাহীল লিয়ন, রফিকুল ইসলাম লিখু, কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, রায়হান আহমেদ রিমন, এস এম মুরাদুজ্জামান হাবীব, রীতা সিদ্দিকী, নূর হাসান চান, গোলাম রব্বানী, সৌরভ আল হাসান, জাহিদ হাসান মামুন, ডাঃ মাহফুজার রহমান প্রমুখ।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

Don`t copy text!