ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ

প্রতিবেদক
majedur
আগস্ট ১৭, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝড়ে গাছ ভেঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পড়লে বন্ধ হয়ে যায় যানচলাচল। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার মুন স্টার ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ভারী বৃষ্টিতে মহাসড়কের পাশের একটি গাছ ভেঙ্গে চলন্ত গাড়ীর উপর পরে। এসময় চট্টগ্রামমুখী দুইটি কাভার্ডভ্যান পাশাপাশি সংঘর্ষ হয়। এতে করে চট্টগ্রামমুখী সব গাড়ী বন্ধ হয়ে যায়। বিকল্প পথ দিয়ে গাড়ী চললেও উভয় পাশে দেখা যায় দীর্ঘলাইন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম রাস্তা থেকে গাছ সরিয়ে নিতে জোর তৎপরতা চালায়। দুই ঘণ্টা পর গাছটি সরাতে সক্ষম হলে পরবর্তীতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। তবে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল বলেন, সকাল সাড়ে ১০ টার সময় মহাসড়কে একটি গাছ ভেঙ্গে পড়ালে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে আমাদের রেস্কিউ টিম গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে গাছ সরানোর পর যানচলাচল স্বাভাবিক হয়। এসময় প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামমুখী যানচলাচল বিকল্প লাইনে চলাচল করে।

Don`t copy text!