কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রেসক্লাবের গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ আলমকে আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দি নিউজ টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার, বিজয় টিভি প্রতিনিধি আনোয়ারুল হক আমান, আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিবেক শাহীন সুলতানা।