বাঘড়ায় বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ আগষ্ট বিকেল ৪টায় উপজেলার বাঘড়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে হাই স্কুল মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মতিউর রহমান মতিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল মাদবর,ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মোঃআলী, বিএনপি নেতা ইদ্রিস আলী, আবুল তালুদার, রাজু আহম্মেদ,ইউপি সদস্য নুরুজ্জামান মাদবর, তানভির সোবহান, নাঈম লস্কর,খোরশেদ আলমসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী।