খুলনার দাকোপ উপজেলায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা, খুন, গুমকারি ও খুনি হাসিনাকে গ্রেপ্তার এবং তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১২টার দিকে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু। উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে ও চালনা পৌর বিএনপির আহবায়ক মোজাফ্ফর হোসেনের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আল-আমিন সানা, যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, উপজেলা বিএনপি নেতা আইয়ুব আলী কাজী, শেখ শহিদুল ইসলাম, বিল্লাল মোল্লা, বাচ্চু ফকির, কামরুজ্জামান টুকু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফেরদাউস, আশরাফ গাজী, ফয়সাল হোসেন, শহিদুল মোল্লা, মাহাবুব মোল্লা, কৌশল্যা রায়, আব্দুর রাজ্জাক মোল্লা, শফিকুল ইসলাম, সাঈদ গাজী, তাহের শেখ, দেলোয়ার শেখ, আমিনুল ইসলাম বুলবুল, মনিরুল ইসলাম মনি, শেখ রফিকুল ইসলাম, মানষ গোলদার, প্রসেন রায়, জিএম রুমন, ইয়াসিন শেখ প্রমুখ।