চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। এর আগে ছাত্র-জনতার তোপের মুখে সরকার পতনের পর ভেঙে পড়েছিল ট্রাফিকের চেইন অব কমান্ড। সারাদেশে ভাঙচুর করা হয়েছিল থানা এবং ট্রাফিক বক্স। এমন পরিস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) উপজেলার হাসান গোমস্তা মসজিদ সংলগ্ন দক্ষিণ বাইপাস সড়ক এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আশরাফকে ফুল দিয়ে বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিএনপি ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ। সিএনজি মালিক সমিতি ট্রাফিক পুলিশ কাজে ফিরে আসায় ফুলেল শুভেচ্ছা জানানোর পর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সকলে। এসময় সীতাকুণ্ড থানার টিআই ( ট্রাফিক ইন্সপেক্টর) মোঃ আশরাফ বলেন, সরকার পতনের পর সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। ট্রাফিকের দায়িত্ব পালন করায় সর্বপ্রথম শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। বাংলাদেশ পুলিশ (ট্রাফিক) দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।