ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু

প্রতিবেদক
majedur
আগস্ট ১৩, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ফিরেছে হাইওয়ে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা করে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় হাইওয়ে থানা, এরপর থেকে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনায় এক সপ্তাহ পর নিজ দায়িত্বে ফিরেন পুলিশ সদস্যরা। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে বারআউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদেরকে সহযোগীতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের সহযোগীতা নিয়ে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। হাইওয়ে পুলিশ সদস্যরা কাজে ফেরার পর তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা। বারআউলিয়া হাইওয়ে থানায় দায়িত্বরত অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, এক সপ্তাহ পর নিজ কাজে ফিরলাম ভালো লাগছে, মহাসড়কে নামার পর আমাদেরকে স্বাগত জানাচ্ছে ছাত্রজনতা, আমরা না থাকায় শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে তারা। ধন্যবাদ জানায় সবাইকে যানজট নিরসনে এখনো মাঠে কাজ করে যাচ্ছে যারা। এদিকে পুলিশ সদস্যরা তাদের দায়িত্বে ফিরে আসায় স্বস্তি ফিরেছে জনমনে, চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হয় সীতাকুণ্ড মহাসড়ক দিয়ে। চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী গাড়ীগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এই সড়ক দিয়ে। তাই এখানে প্রচুর যানজট হয়ে থাকে। মহাসড়কের উপর যেন গাড়ী দাঁড়িয়ে না থাকে সে দিকে খেয়াল রাখতে অনুরোধ জানান এখানকার ব্যবসায়ী এবং স্থানীয় জনসাধারণ।

Don`t copy text!