ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলের পল্লীতে বাড়ি-ঘরে হামলা, ২লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
majedur
আগস্ট ১৩, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের মুশুলী গ্রামে গত ১১ই আগস্ট পূর্ব শুক্রতার বশত মৃত আবদুর রাশিদের বাড়িতে একই গ্রামের মিলন মিয়ার পুত্র মিঠু মিয়ার নেতৃত্বে অজ্ঞাত ১৫/২০জন যুবক বেলা- ২টায় দিকে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে একটি টিনের ঘর সম্পূর্ন রূপে ভেঙ্গে তছনছ করে দেয়। এসময় উক্ত বসত ঘরে থাকা বিভিন্ন মালামাল নগদ টাকা সহ হামলাকারীরা প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার বিবরনে জানাযায়, মোঃ আবদুর রাজ্জাক একই গ্রামের বনমালী চন্দ্র দাসের পুত্র সাধন চন্দ্র দাসের নিকট থেকে ১৯৮০ ও ১৯৮৯ইং সনে সাফ কাওলা রেজেস্ট্রি দলিল মূলে .০৫ শতক জায়গা ক্রয় করে নিজে বাড়ি ঘর নির্মান করে বসবাস করতে থাকে। কিন্তু উক্ত বিবাদী মিঠু মিয়া ঐ ৫ শতক জমিতে তার অংশ আছে বলে দাবী করে। এনিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার সুযোগে থানা পুলিশ কোন কাজে না থাকার সুযোগে মিঠু মিয়া সহ ১৫/২০জন সম্পূর্ন সন্ত্রাসী কায়দায় আবদুর রাজ্জাকের টিনের ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয় ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাদী আবদুর রাজ্জাকের পুত্র নূর মোহাম্মদ জুয়েল জানান, উক্ত মিটু মিয়ার এই জায়গায় কোন অংশ নেই। কিন্তু ১১ই আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি মোঃ আবদুর রাজ্জাক জানিয়েছেন। স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ি-ঘর ভাংচুর করার সত্যতা পেয়েছেন।

Don`t copy text!