ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন

প্রতিবেদক
majedur
আগস্ট ১৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের পূর্ব পাশে মুরগী বাজার থেকে মরহুম কেনু মিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ও স্থানীয় ইউপি সদস্য আবু হানিফের সার্বিক তত্তাবধায়নে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, সহকারী শিক্ষক জালাল উদ্দিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান ও মামুনূর রশিদ প্রমুখ। উদ্বোধনের পূর্বে দোয়া পরিচালনা করেন মুফতী মাওলানা মাহাবুব সাহেব।

স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কস্ট লাগব হচ্ছে। এজন্য তারা এ কাজের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ জানান, বাঙ্গরা চেয়ারম্যান প্লাজা সংলগ্ন মুরগি বাজারের রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে মানুষের চলাচল করতে নানান সমস্যায় পড়তে হতো। এরই পেক্ষিতে আমরা জিনদপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দে ২৯২ ফুট লম্বা বাই ১২ ফুট প্রস্থে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নেই। আশা করি রাস্তাটি ঢালাইয়ের মাধ্যমে এ রাস্তায় চলাচলকারী মানুষের দীর্ঘদিনের কস্ট লাগব হবে।

এসময় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল দশার কারনে স্থানীয়রা নানা সমস্যায় পড়তে হতো। এখানে সামান্য বৃষ্টি হলে কাদা সহ পানি জমে যেতো। এরই পেক্ষিতে জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে মেইন সড়কের মুরগির বাজার থেকে সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এতে করে এ রাস্তায় চলাচলকারীরা নির্বিঘ্নে চলাচল সহ যানবাহন নিয়েও এখন আসতে পারবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!