কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দিয়েছে পুলিশ
এক সপ্তাহ ধরে বাংলাদেশ চলেছে কোনো পুলিশ ছাড়া। বিশ্বের কোনো দেশে এমন ঘটনা ঘটেছে কি না, জানা নেই। এ সময় জনগণ স্থানীয়ভাবে নিরাপত্তাব্যবস্থা তৈরি করে নিজেদের চোর, ডাকাত ও দুর্বৃত্তদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে। ঢাকার প্রায় সব মহল্লাতেই সন্ধ্যার পর থেকে লাঠি-বাঁশি হাতে পাহারা চলছে।
নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর পুলিশপ্রধান বদল হয়েছে, বাহিনীতে কিছু রদবদল হয়েছে; কিন্তু পুলিশ ছিল কর্মবিরতিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন গত রোববার এ নিয়ে বেশ কঠোর কথা বলেছেন।
তিনি বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। এর মধ্যে কেউ যোগ না দিলে ধরে নেওয়া হবে যে তাঁরা চাকরি করতে চান না।