প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: লুৎফা বেগম।
মালাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি বাছির সরকারের সঞ্চালনায় মা সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, আব্দুল কাদির ও সজল মেম্বার, সমাজ সেবক ফারুক মিয়া ও আব্দুল লতিফ, সরকারী শিক্ষিকা সুলতানা ফেরদৌসী সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
আলোচনা শেষে অত্র বিদ্যালয়ের কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।