ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আমি অন্যায় কাজ করি না” অন্যায়কে প্রশ্রয় ও দেই না।(যুবদলের সভাপতি তাবরীজ)

প্রতিবেদক
majedur
আগস্ট ১২, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

দীর্ঘদিন ২৫টি বছর রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের জীবনকে বাজি রেখে, তিলে তিলে নিজের অবস্থাটুকু গড়ে তুলেছি।এই ফরিদপুরে এমন কোন কাজ আমি করি নাই যার কারনে ফরিদপুর বাসী সহ যেকোন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দরা আমাকে খারাপ মনে করবেন।

আমি সর্বদা মানুষের সেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখি সেটা যেকোন দলের লোক হক না কেন। কোন ব্যক্তি আমার কাছে এসে নিরাশ হয়ে ফিরে যাবে সেই কাজ আমি করিনা।নিজে যেটুকু করতে পারি সেইটুকু দিয়ে মানুষে উপকার করার চেষ্টা করি। সেটা আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। এমন ভাবে অশ্রু ভরা নয়নে নিজের কথাগুলো সাংবাদিকের মাঝে তুলে ধরেন, ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরীজ।

জানাযায় বেনজির আহমেদ তাবরীজের বিরুদ্ধে (১১আগষ্ট) জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, সেই পরিপ্রক্ষিতে তিনি সহ দলের নেতাকর্মীদের নিয়ে ফরিদপুর ফেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এবং সংবাদ সম্মেলন তিনি এ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন।

তিনি বলেন, আমার নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে,জানি না আমি কার কি ক্ষতি করেছি,তবে আমার অজান্তে যদি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ফরিদপুর বাসী জানে কত ধরনের অত্যাচার জুলুম সহ্য করেছি কতবার জেল খেটেছে। আজ সামান্য একটি মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে আমার রাজনীতির ২৫টি বছরের ক্যারিয়ার ধ্বংসের মুখে। যাহা আমি আমি সহ্য করতে পারছিনা। একটি দলের মধ্যে ভালমন্দ সব ধরনের মানুষ থাকে। ছাত্র আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা সরকার পতনের ফলে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস সহ অতি উৎসাহিত হয়ে কিছু দুষ্কৃতীরা দেশের বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করেছেন। এই ফরিদপুরে তার ব্যতিক্রম নয়।আমি কোন ধরনের অন্যায় কাজের সাথে জড়িত না এবং আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। যত দিন বাঁচবো নিজের আদর্শ নীতিকে ধরে রেখে মানুষের সেবার মাধ্যমে রাজনীতি করে যাবো। কোন ধরনের দুর্নীতি ,প্রতিহিংসা পরায়ণ,হিংসা,বিরোধ, আমার মধ্যে কাজ করেনা। সেটা ফরিদপুরে জনসাধারণ খুব ভালমত জানে।

Don`t copy text!