বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ঠাকুরগাঁওয়ে বিএনপির পৌর শাখার ৬ নং ওয়ার্ডের বর্ধিত ও কর্মীসভা 
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

রাজারহাটে তিস্তায় জিও ব্যাগ ফেলানোর অনিয়মের অভিযোগ

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১৬২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ

 

তিস্তা নদীর তীর রক্ষার কাজে ব্যবহৃত জিও ব্যাগ প্রকল্পের আড়ালে বালু বাণিজ্যের অভিযোগ তুলেছেন এলাকাবাসীর।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পাশে নদীর তীরে বালু ভর্তি সারি সারি জিও ব্যাগ দেখতে পাওয়া যায়।এখানে নদী ভাঙনের নমুনা না পাওয়া গেলেও এসব বালু ভর্তি জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে।এলাকাবাসী জানান পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত সাব ঠিকাদার ও লেবার সর্দার আব্দুস সালাম গতবছর বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই লাখ সিফটি বালু উত্তোলন করে বিক্রি করা শুরু করলে সাংবাদিক ও এলাকাবাসীর তোপের মুখে পড়ে প্রশাসনের হস্তক্ষেপে বালু বিক্রি করা বন্ধ করে দেন।সাম্প্রতিক বন্যায় ৬নং ক্রোসবাধ সংলগ্ন এলাকায় নদীতে ভাঙ্গন দেখা না দিলেও তার বালু বাণিজ্য হাসিল করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগসাজশে জিও ব্যাগের বরাদ্দ নেন। পাড়ামৌলা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান এখানে প্রয়োজন না হওয়া সত্বেও সালাম সর্দার বালু বিক্রির উদ্দেশ্যে জিও ব্যাগের বরাদ্দ নিয়ে আসেন। একই ইউনিয়নের কালিরহাটের বাসিন্দা মিলন হোসেন বলেন,“ চতুরা মৌলভীপাড়ায় ব্যাপক ভাঙন থাকা সত্বেও কোনো পদক্ষেপ না নিয়ে সালাম সর্দার তার মন মতো কাজ করায় চতুরা এলাকায় কমপক্ষে ১০টি বাড়ি তিস্তা নদী গর্ভে চলে যায়।তার এই স্বেচ্ছাচারিতায় এলাকার কেউ মুখ খোলার সাহস পান না।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে তার গভীর সখ্যতা থাকার কারণে তার দীর্ঘদিন থেকে নানা অনিয়মের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী।যার ফলে তিস্তার পাড়ের মানুষের ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও নিজের আখের গুছিয়েন ঠিকই।
রবিবার ৬ নং ক্রোসবাধ এলাকায় গিয়ে দেখা যায় ১২শ বালু ভর্তি জিও ব্যাগ নদীর তীরে ফেলানো হয়। বাঁধের পাশে বালুর স্তুপ দেখতে না পেয়ে সালাম সর্দারের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হয় বালু কি করা হয়েছে।তিনি বলেন বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করেছি। কতগুলো বস্তা প্রস্তুত করা হয়েছে। উত্তরে তিনি বলেন বস্তার হিসেব আছে ছেলের কাছে।
সালাম সর্দারের কাছে আরও জানতে চাওয়া হয়, জিও ব্যাগ ফেলানোর পূর্বে এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে কিনা- জবাবে তিনি বলেন এখানে ভাঙনের সৃষ্টি হয়নি। চতুরা মৌলভীপাড়ায় ব্যাপক ভাঙন থাকলেও সেখানে প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে এখানে কাজ করলেন কেন,সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে আগে থেকে কাজের বরাদ্দ ছিল তাই এখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হয়েছে।
অথচ কালিরহাট মৌলভীপাড়ায় ব্যাপক ভাঙন দেখা দিলেও কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উপরন্তু ভাঙন প্রবন এলাকা না হওয়া সত্বেও ৬ নং ক্রোসবাধ এলাকায় জিও ব্যাগ ফেলানোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন মৌলভীপাড়ায় ৫০০ বস্তার কাজ করা হয়েছে। সেখানে আর কাজ করার মতো বরাদ্দ পাওয়া যায়নি। পাড়ামৌলা ডাংরার হাট ৬নং ক্রোসবাঁধে যে কাজ করা হয়েছে সেটা জরুরি কাজের বরাদ্দ নয়। ওটা বাৎসরিক সংস্কারের বরাদ্দ থেকে করা হয়েছে।
কতগুলো বস্তার কাজ করা হয়েছে জানতে চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি।এই বিষয়ে উপ সহকারী প্রকৌশলী (এসও)মারজান হোসেনের কাছে জানতে পরামর্শ দেন।মারজান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!