বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইঞ্জিনিয়ার মোঃ সোহেল এর সভাপতিত্বে চৈতন্যের হাট মাদ্রাসা হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সময় আরো উপস্হিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ শফিউল আলম সহসভাপতি চট্টগ্রাম জেটেব,ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিন জেটেব মিরসরাই,মোঃ জহির উদ্দিন কুমিল্লা দঃ জেলা সাধারন সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় সদস্য,মানিক ঢাকা মহানগর বিএনপি।অনুষ্ঠান পরিচালনা করেন নুরন্নবী, প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম আহবায়ক জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি ,নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।