দেশের বিভিন্ন স্থানে কয়েক দিনে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা,হত্যা, মন্দির ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ও ধর্ষণএর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
দাকোপের বাজুয়া চড়াবাধবাধে মানব বন্ধন ও বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংখ্যালঘুদের নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ আটদফা দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়।
সনাতনী হিন্দু সমাজের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) বিকেল ৩ টারদিকে দাকোপের বাজুয়া চঁড়া বাধে সনাতনী হিন্দু সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে দাকোপের বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল এসে জনসুমুদ্রে পরিনত হয়।অংশ গ্রহনকারীদের প্লাকর্ডে প্রতিবাদের বিভিন্ন শ্লোগানে ফুটে উঠে।মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল টি বাজুয়া বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষণ করে আর্য্যহরি সভা মন্দিরের শেষ হয।এসময় ১১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়।প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কিশোর রায়,অধ্যাপক অসিত সরকার উপজেলা পুজা উদযাপন কমিটির সাধরণ সম্পাদক,সজ্ঞয় কুমার মোড়ল,দেপপ্রসাদ গাইন,পরান কৃষ্ণ রায়,,দেবব্রত সরকার,নিত্যান্দ বিশ্বাস,অচিন্ত সাহা,অমিয় মন্ডল বিশ্বজিত দে, ,তন্ময় রায়, চন্দন ঢালী,জয়ন্ত রায়,দেবব্রত সরকার দেবু অশোক দাস,,পৃতিশ সরকার,জয়ন্ত সরদার প্রমুখ