ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সোনাগাজীর মঙ্গলকান্দিতে সর্বদলীয় শান্তি সমাবেশ 

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলাধীন মঙ্গলকান্দি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও সর্বদলীয় শান্তি সমাবেশ রবিবার (১১ই আগস্ট) বিকেলে আনন্দীপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয়। 

উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক কেশব লাল বসাক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন- আমাদের দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মন্দিরের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। আপনাদের যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

এসময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন- ফেনী জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আবদুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ বেলায়েত হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ নুরুল ইসলাম, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল মঞ্জুর সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।  

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ফেনী জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ইমাম হোসেন আরমান, সাহিত্য সম্পাদক আশ্রাফুল হক সোহেল, জামায়াতের সোনাগাজী থানা (পশ্চিম) সভাপতি আবদুল্যাহ আল শাহাদাত, উপজেলা (উত্তর) সভাপতি রফিক উদ্দিন নোবেল সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Don`t copy text!